আবদুল হাই, বাঁকুড়াঃ পশ্চিম আকাশে হঠাৎই ঘন কালো মেঘের ঘনঘটা, ক্ষনিকের মধ্যেই শুরু হয় দমকা ঝড় সাথে সাথে কোথাও মাঝারি কোথাও বা ঝিরঝিরে বৃষ্টি তার সঙ্গে লাগাতার বজ্রপাত, আর এরকমই এক বজ্রপাতের আঘাতে মৃত্যু হয় ঝুমা ঘোষ নামে ৩০ বছরের এক মহিলার, ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের মদনমোহন পুর অঞ্চলের সুন্দরচক গ্রামে।
জানা যায় ,আজ বিকাল নাগাদ বাড়ির পেছনে গোয়াল ঘরে কাজ করছিলেন ঝুমা ঘোষ সেই সময় বজ্রপাত হয়। সেই বজ্রপাতের আঘাতেই তিনি গুরুতর আহত হয়ে পরেন। পরিবারের লোকজনরা দেখে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য কোতুলপুর গ্রামীণ হসপিটালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
আচমকা এই মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার পরিজন, আত্মীয়-স্বজনদের মধ্যে। পুলিশ সূত্রে জানা গেছে আগামীকাল মৃতার দেহ ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর মহাকুমা হসপিটালে পাঠানো হবে।