দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- হাইকোর্টের নির্দেশমতো কেন্দ্রীয় বাহিনীর মোতায়ন করে ভোট করতে হবে নির্বাচন কমিশন কে এই নির্দেশকে স্বাগত জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার বক্তব্য শুধুমাত্র ৭ জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করলেই নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে না যেখানেই সমস্যা হবে সব জায়গাতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা যেমন উচিত তেমনি অন্যান্য সমস্ত জায়গাতেই কেন্দ্র বাহিনী মোতায়েন করে ভোট করা উচিত নির্বাচন কমিশনের না হলে ভোট প্রহসনে পরিণত হবে।
আরাবুল ইসলামের ছেলের দাড়ি র ড্যাশবোর্ড থেকে পাওয়া বোমা নিয়ে সুকান্ত মজুমদার বলেন বাংলায় একটি প্রবাদ রয়েছে বাপকা বেটা সিপাই কা ঘোড়া অর্থাৎ বাবা যেমন ছেলেও সে তেমনি তৈরি হয়েছেন তার গাড়ি থেকে বোমা পাওয়া যাবে না তো আর কি পাওয়া যাবে এর আগেও আরাবুল ইসলাম এক শিক্ষাকে জগ ছুড়ে মেরেছিলেন পুলিশ কোন ব্যবস্থা নিতে পারেনি। তখনও পুলিশ নির্বিকার দর্শক ছিল এদেরকে গ্রেফতার করার মতন ক্ষমতা পশ্চিমবঙ্গ পুলিশের নেই।
মানুষের নিজের জীবনের থেকে বেশি দামি কিছু হতে পারে না তাই সিভিক ভলেন্টিয়ার বা অন্য কিছু দিয়ে ভোট করানোর সিদ্ধান্তর ঠিক নয় কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট করানো উচিত। না হলে এর আগে আমরা দেখেছি অফিসারের দেহ পাওয়া গেছিল রেললাইনে। এরকম ঘটনা ঘটলে তার দায় কে নেবে।