সরকার চাইলে কোথাও গন্ডগোল হবে না,করছে ওদের পার্টির লোকেরাই,কেশপুর থেকে উপদ্রব এলাকা নিয়ে এমনটাই মন্তব্য দিলীপ ঘোষের।

0
279

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিগত পঞ্চায়েত ও লোকসভা ভোটে রাজ্যের একাধিক জায়গায় বহু উত্তেজনার ছবি উঠে এসেছে, এবার পঞ্চায়েতে ভোটে রাজ্যের একাধিক উপদ্রব এলাকায় ফের অশান্তির আশঙ্কা করছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ, মঙ্গলবার বেলা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের BDO অফিসে মনোনয়ন পর্ব খতিয়ে দেখতে এবং কর্মীদের সঙ্গে দেখা করতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন তিনি, পাশাপাশি তিনি জানিয়েছেন সরকার চাইলে কোথাও গন্ডগোল হবে না,করছে ওদের পার্টির লোকেরাই, কোন দিকে মনোনয়ন পর্ব শান্তিপূর্ণ চলছে সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন প্রথম দিনেই অশান্তির ছবি উঠে এসেছে,বোম গুলির আওয়াজ শোনা গেছে, সবাই ভাবেই বোঝা যাচ্ছে পঞ্চায়েত ভোটের সময়ও এইরকম ঘটনা ঘটবে, অন্যদিকে বিগোতে পঞ্চায়েত ভোট এবং লোকসভা ভোটের সময় খবরের শিরোনামে ছিল কেশপুর, এবার সেই কেশপুর নিয়ে দিলীপ ঘোষ বলেন এখন থেকেই আমাদের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে,যাতে আমাদের কর্মীরা না বেরোয়, তবু আজকে অনেকেই এসেছেন আমার মনে হয় সব কিছুই ঠিকঠাক হবে, পাশাপাশি তিনি বলেন এবার মনে হয় কেশপুরে বিগত দিনে যেভাবে অশান্তির ঘটনা উঠে আসতো তাতে কিছুটা হলেও পরিবর্তন হবে।