গ্রামে ঢোকার মূল রাস্তা বেহাল, সংস্কারের দাবিতে সরব বাসিন্দারা।

0
208

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —গ্রামে ঢোকার মূল রাস্তা বেহাল।সংস্কারের দাবিতে সরব বাসিন্দারা।ভোট আসে ভোট যায়,প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি এলেও আজও সেখানে রাস্তা নির্মাণ হয়নি।স্বাধীনতার ৭৬ বছর কেটে গেলেও এলাকায় হয়নি তেমন বিশেষ উন্নয়ন।দীর্ঘ ২৫ বছর ধরে রাস্তার বেহাল দশায় ভুক্তভোগী এলাকার মানুষজন।গ্রামে নেই কোনো পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা।স্থানীয় জনপ্রতিনিধিদের বারবার জানিয়েও কোনো লাভ হয়নি।হেলদোল নেই প্রশাসনেরও।সম্প্রতি চালু হওয়া‘পথশ্রী’প্রকল্পেও তাঁদের ভাগ্যে শিকে ছেঁড়েনি।অবশেষে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।প্রতিবাদে ভোট বয়কটের ডাক দিলেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রনিয়াবাড়ি বাসিন্দাদের একাংশ।বুধবার সকাল ১০ টা নাগাদ স্থানীয় মহিলা-পুরুষরা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হন।’রাস্তা নেই ভোট নেই,জল নেই ভোট নেই’শ্লোগান দিতে থাকেন তাঁরা।গ্রামবাসীদের অভিযোগ,দীর্ঘ বছর ধরে এলাকার রাস্তা বেহাল হয়ে পড়ে আছে।এই এলাকায় প্রায় তিন হাজার লোকের বসবাস।
গ্ৰামে প্রবেশের মুখে কিছুটা রাস্তা উন্নত থাকলেও এরপর থেকে প্রায় ৫০০ মিটার রাস্তা বেহাল।সে রাস্তায় অ্যাম্বুলেন্স যেতে চায় না, কোনও চার চাকার গাড়ি যাওয়ার অবস্থায় নেই।অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে চরম অসুবিধায় পড়তে হয় সেখানকার মানুষদের।কোনো মুমূর্ষু রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয় না।পাশাপাশি স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ রাস্তার খারাপের জন্য প্রায়ই দুর্ঘটনার কবলে পড়েন।বর্ষার সময় বিপজ্জনক ভাবে চলাফেরা করতে হয় তাদের।স্থানীয় জনপ্রতিনিধিরা রাস্তা সারাইয়ের আশ্বাস দিলেও তা বাস্তবে রূপান্তরিত হয়নি।তারই প্রতিবাদে এদিন এলাকার লোকজন রাস্তা সংস্কারের দাবিতে সরব হয়েছেন।পাশাপাশি ভোট বয়কটের ডাক দিয়েছেন।তারা বলছেন, ‘নেতা চাইনা,রাস্তা চাই’,’রাস্তা নেই ভোট নেই।’বিক্ষোভকারীরা জানান,ভোটের আগে রাস্তা সংস্কার না করলে কোনো নেতাকে গ্ৰামে ঢুকতে দিবেন না।এবং রাস্তা ও পানীয় জলের সমাধান না হওয়া পর্যন্ত ভোট বয়কটের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবেন।স্থানীয় পঞ্চায়েতের প্রাক্তন সদস্য মজিবুর রহমান জানান,দীর্ঘ কুড়ি বছর ধরে এই গ্রামে যা কাজ হয়নি তা তিনি পাঁচ বছরে করে দেখিয়ে দিয়েছেন।পঞ্চায়েত থেকে যা বরাদ্দ পেয়েছেন তা দিয়েই তাকে রাস্তাঘাট,পানীয় জল,কালভার্ট ও গার্ডোয়াল নির্মাণ এবং লাইটের ব্যবস্থা করতে হয়েছে।