দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে মনোনয়ন পেশ কে কেন্দ্র করে রাজ্য জুড়েই চলছে বাধা দান প্রক্রিয়া। বোমা, গুলি, মার, পাল্টা মার এর ঘটনা রাজ্যের বিভিন্ন জেলায় দেখা গেলেও দক্ষিণ দিনাজপুরে সম্পূর্ণ শান্তিপূর্ণ ভাবে চলছে মনোনয়ন পর্ব। শাসক দল তো বটেই এমনকি বিরোধীদের পর্যন্ত কোনো অভিযোগ নেই মনোনয়ন জমা নিয়ে।
দক্ষিণ দিনাজপুর জেলার আটটি ব্লকে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির মনোনয়ন জমা হচ্ছে এবং দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের জন্য বালুরঘাট মহকুমা শাসকের দপ্তর এবং বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা কাজ চলছে।
এখনো পর্যন্ত বিজেপি এবং বাম এর পক্ষ থেকে তৃণমূলের তুলনায় বেশি নমিনেশন জমা পড়েছে। এদিন থেকেই শুরু হয়েছে তৃণমূলের নমিনেশন জমা দেয়ার কাজ। তবে জেলাজুড়েই এখনো পর্যন্ত কোনো অপীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি নমিনেশন জমাকে কেন্দ্র করে। জেলায় শাসক দল এবং বিরোধীরা জানিয়েছে, মনোনয়নকে কেন্দ্র করে কোন বাঁধার সম্মুখীন হতে হয়নি মনোনয়নপত্র জমা দেয়ার কাজ চলছে শান্তিপূর্ণভাবে এ জেলাতে।
বাইট অরুন চক্রবর্তী টিএমসি
৷ দীব্যেন্দু সিদ্ধান্ত বামফ্রন্ট