বালুরঘাট থানা ও বালুরঘাট সদর ট্রাফিক পুলিশের পরিচালনায় এক মহৎ রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।

0
248

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ১৪ই জুন সারা পৃথিবী জুড়ে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হচ্ছে। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহের কারণে রাজ্যে জুরে চলছে রক্ত সংকট। দক্ষিণ দিনাজপুর তথা বালুরঘাট শহরও তার থেকে ব্যতিক্রম নয়। তাই এই রক্ত সংকট দূর করতে এগিয়ে এলো জেলা পুলিশ। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে। বালুরঘাট থানা ও বালুরঘাট সদর ট্রাফিক পুলিশের পরিচালনায় এক মহৎ রক্তদান শিবিরের আয়োজন করা হয় বালুরঘাট থানায়। উক্ত রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার রাহুল দে, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাসিম,DSP হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ, DSP ট্রাফিক বিল্ল মঙ্গল সাহা,বালুরঘাট থানার আইসি শান্তি নাথ পাঁজা জ সহ অন্যান্যরা।
Byte বিজিন কৃষনা জেলা শাসক
৷ রাহুল দে পুলিশ সুপার