নিজস্ব সংবাদদাতা, মালদা:- আজ বিশ্ব ব্লাড ডোনেশন ডে তারই অঙ্গ হিসেবে স্বেচ্ছায় রক্তদান শিবিরে এগিয়ে এলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালের তৃণমূল ছাত্র পরিষদ ওয়েস্ট বেঙ্গল টিএমসিপি মেডিকেল সেল তথা মালদা মেডিকেল কলেজের উদ্যোগে হয়ে গেল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। বুধবার সকাল ১১টা থেকেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে একাডেমি বিল্ডিং হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। প্রায় সারাদিনব্যাপী চলে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠানটি। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী অধ্যক্ষ ডাক্তার পুরঞ্জয় সাহা এছাড়াও ছিলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র-ছাত্রী চিকিৎসক ও শিক্ষক সহ অন্যান্যরা। মেডিকেল কলেজের সূত্রে জানা যায় এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় ২০০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সংগঠনের পক্ষ থেকে এক চিকিৎসক জানান এই স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে সাধারণ মানুষকে বার্তা দিতে চান যে রক্তদান একটি জীবন দান। তাই সকলেই এগিয়ে আসুক স্বেচ্ছায় রক্তদান শিবিরে। তার ফলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের রক্ত সংকটের সমস্যাটা অনেকটাই মিটে যাবে বলে জানান চিকিৎসকেরা।
Home রাজ্য উত্তর বাংলা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে একাডেমি বিল্ডিং হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির।