রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘিরে শুরু হয়েছে হিংসা, তার মধ্যেই সৌজন্যের ছবি দেখা গেল কোচবিহারে।

0
201

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতেই শুরু হয়েছে হিংসা। তার মধ্যেই সৌজন্যের ছবি দেখা গেল কোচবিহারে। বুধবার কোচবিহার-১ বিডিও অফিসের সামনে তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায় ও ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক অক্ষয় ঠাকুর সৌজন্য বিনিময় করলেন। শাসকদলের মহিলা সংগঠনের জেলা সভানেত্রী শুচিস্মিতা দেবশর্মাও সেখানে উপস্থিত ছিলেন। সৌজন্যের ফাঁকেই অক্ষয় ঠাকুর পার্থপ্রতিমের কাছে উষ্মা প্রকাশ করে বলেন, ‘দিনহাটা-২ ব্লকে বিরোধীদের মনোনয়নে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস।’

অন্যদিকে, মনোনয়ন পর্ব চলাকালীন নিরাপত্তারক্ষীদের নিয়ে কোচবিহার-১ বিডিও অফিসে ঢুকে এদিন বিতর্কে জড়ান পার্থপ্রতিম। সকালে মনোনয়নের কাজ শুরু হতেই তিনি ধলুয়াবাড়িতে বিডিও অফিসে ঢোকেন। এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘নিয়ম ভাঙার কোনও ব্যাপার নয়। আমি এই ব্লকেরই জিরানপুর এলাকার ভোটার। সেখান থেকে আমার দাদা ভোটে দাঁড়িয়েছেন। সে বিষয়ে ব্লক নির্বাচনি আধিকারিকের সঙ্গে কথা বলতে এসেছিলাম।’