আদিবাসী সেঙ্গেল অভিযানের মারাং বুরু বাঁচাও দাবিতে ১২ ঘন্টার ভারত বনধ।

0
177

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-আদিবাসী সেঙ্গেল অভিযানের মারাং বুরু বাঁচাও দাবিতে ১২ ঘন্টার ভারত বনধ। আদিবাসীদের ধর্ম সারনা ধর্ম এর কোড দেওয়ার দাবির পাশাপাশি ঝাড়খণ্ডের আদিবাসীদের আবাসস্থল পরেশনাথ পাহাড় দখল করে জৈন ধর্মের যে প্রসারে উদ্যোগ চলছে তারা বন্ধের দাবিতেই এদিন দক্ষিণ দিনাজপুর জেলায় বনধে মিশ্র প্রভাব পড়েছে।

এদিনের বনধে বালুরঘাটে দোকান বাজার বন্ধ ছিল। বেসরকারি বাস চলাচল বন্ধ রয়েছে। যদিও অল্প সংখ্যক সরকারি চলাচল করছে। ফলে, সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের।

তবে, এদিন বালুরঘাটে বনধ সমর্থকদের পিকেটিং করতে দেখা যায় নি।