দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- দল বিরোধী কাজ করেও যে ভোটের টিকিট পাওয়া যায় সেটা তৃণমূল কংগ্রেসের আমলেই দেখা গেল। তৃণমূল কংগ্রেসের বহু চর্চিত নাম হচ্ছে শিব ঠাকুর মণ্ডল। যিনি তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দুবরাজপুর থানায় খুনের হুমকির অভিযোগ করেছিলেন। ফলে অনুব্রত মণ্ডলকে দুবরাজপুর থানার পুলিশ গ্রেপ্তার করে। যদিও বা বিরোধীদের দাবী, দিল্লির তিহার যাত্রা আটকাতেই ছিল এই পরিকল্পনা। তাই পঞ্চায়েত নির্বাচনে এবার তৃণমূল কংগ্রেসের টিকিট পেলেন বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের বালিজুড়ি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা মেজে গ্রামের বাসিন্দা শিব ঠাকুর মণ্ডলের স্ত্রী লিপিকা মণ্ডল। পেশায় তিনি মেজে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তিনি পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে বনকাটি গ্রাম থেকে দাঁড়িয়েছেন। তাই আজ দুবরাজপুর ব্লকে মনোনয়ন পত্র জমা দিতে আসেন। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে তিনি জানান, আমি কলেজ জীবন থেকে তৃণমূল দল করে আসছি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি আমাকে যোগ্য মনে করেছেন তাই আমাকে টিকিট দিয়েছেন। শিব ঠাকুর মণ্ডলের অভিযোগের ভিত্তিতে অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারি প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান।