কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস। তার পরেই দলীয় পদ থেকে ইস্তফা দেওয়ার হিড়িক পড়েছে জেলায়। তৃণমূলের অভ্যন্তরে বার বার গোষ্ঠীকোন্দলের অভিযোগ উঠেছে কোচবিহারে। টিকিট দেওয়াকে কেন্দ্র করে দলে যাতে ভাঙন না ধরে, সে কারণে শেষ মুহূর্তে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। কিন্তু তার পরেও ভাঙন ঠেকানো গেল না বলেই মনে করছেন দলের একাংশ। সব কিছু মিলিয়ে অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব।
এই আবহে দাড়িয়ে নাজিরহাট ২ গ্রাম পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য তরণীকান্ত রায়ের নেতৃত্বে ও শোলমারী গ্রাম পঞ্চায়েতের যুব তৃণমূল কংগ্রসের সহ সভাপতি দীপক রায় সহ কয়েকশো তৃণমূল কর্মী বিজেপি যোগদান করেন। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অজয় রায় সহ আরও অনেকে।
এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর পঞ্চায়েত সমিতির সদস্য তারিণী কান্ত রায় অভিযোগ করেন বলেন, প্রথম কথা হচ্ছে দিনহাটা যিনি তৃণমূলের দায়িত্বে আছেন, তিনি তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীদের পা দিয়ে পিষে মারার চেষ্টা করছেন। তৃণমূল কংগ্রেসের পুরোনো কর্মীরা তার কাছে কোন মূল্য পাচ্ছেন না। তাই আমরা তার বিরুদ্ধে লড়াই করতে তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছি। আমি একজন পঞ্চায়েত সমিতির সদস্য আমার সঙ্গে কয়েকটি জিপি রয়েছে। আজ আমরা কয়েক সতীনের মূল কর্মী বিজেপিতে যোগদান করলাম। আগামী দিনে আমরা আরো অনেক তৃণমূল কর্মীকে বিজেপিতে যোগদান করাব বলে জানান তিনি।