কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত ভোট যতই আসছে ততই তৃণমূল কংগ্রেসের মধ্যে দ্বন্দ্ব সংঘাত বেড়েই চলে। কোথাও তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ আবার টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছে। সেই ধারাকে অব্যাহত রেখে মন্ত্রী উদয়ন গুহের উপর ক্ষোভ উগড়ে দিয়ে দিনহাটা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মফিজুল হক, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পরীক্ষিত রায় ও অন্যান্য তৃণমূল কর্মীরা যোগ দিলো বিজেপিতে। এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি মফিজুল হক ও সহ সভাপতি পরীক্ষিত রায়ের হাতে দলীয় পতাকা তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অজয় রায়, নারায়ণ শর্মা সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা।
বিজেপি যোগ দেওয়ার পর দিনহাটা ১ নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মফিজুল হক মন্ত্রী উদয়ন গুহের উপর ক্ষোভ উগড়ে দিয়ে বলেন,, মন্ত্রী উদয়ন গুহ তৃণমূল কংগ্রেসটাকে বামফ্রন্টে পরিণত করেছেন। যারা বামফ্রন্ট থেকে তৃণমূল কংগ্রেজে আসেন তারাই তৃণমূলের প্রথম সারির নেতা হচ্ছেন এবং তারাই টিকিট পাচ্ছেন। যারা তৃণমূলের কোন সক্রিয় কর্মী ছিলেন তারা আজ পিছনের সারিতে তারা টিকিট পাচ্ছেন না। তিনি তৃণমূল দলটাকে বামফ্রন্টে পরিণত করেছেন এবং সাধারণ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন সেই কারণে আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলাম যতদিন শেষ আমরা দেখব না ততদিন পর্যন্ত তার বিরুদ্ধে আমরা লড়াই করবো।