পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সারনা ধর্মের কোর্ডের দাবি সহ চার দফা দাবি নিয়ে ভারত বনধের ডাক দিয়েছে আদিবাসী সেঙ্গেল অভিযান, সেই কর্মসূচি অনুযায়ী এই দিন বেলা সাড়ে দশটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড রেল স্টেশনে মিছিল করে বিক্ষোভ দেখালো আদিবাসী সেঙ্গেল অভিযান,তাদের দাবি অবিলম্বে সাধনা ধর্মের কোর্ড সহ চার দফা দাবি মান্যতা নিতে হবে, তবে আগামী দিনে ওই দাবি গুলি যদি না মানা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি দিলেন সংগঠনের কর্মকর্তারা। অন্যদিকে আদিবাসী সেঙ্গেল অভিযানের এই বনধের জেরে খড়গপুর আদ্রা রুটে বাতিল করা হয়েছে ১৯ টি ট্রেন, এমনটাই জানা গিয়েছে রেল সূত্রে, তবে এই কর্মসূচিকে ঘিরে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য রেল পুলিশ ও রাজ্য পুলিশ মোতায়েন ছিলো।