নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-রাতভর গোটা এলাকায় তৃণমূলের বাইক বাহিনীর তাণ্ডব। কংগ্রেস নেতাকে প্রাণে মারার হুমকি, সিপিএম প্রার্থীর বাড়িতে ঢুকে মোটরসাইকেল সহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর চালানোর অভিযোগ। ঘটনাটি এদিন রাতে নদীয়ার চাপড়া থানার বড় আন্দুলিয়া এলাকায়। বিরোধীদের অভিযোগ,গতকাল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, এরপরেই রাতের অন্ধকার নেমে আসতেই তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা মোটরসাইকেল নিয়ে ওই এলাকায় রাতভর তাণ্ডব চালায়। এক কংগ্রেস নেতাকে ফোন করে রীতিমতো প্রাণে মারার হুমকি দেয়, এরপর আবারো বাইক বাহিনীর তাণ্ডব শুরু হয় এক সিপিএম নেত্রীর বাড়িতে। যদিও সিপিএম নেত্রী গতকাল নমিনেশন জমা দিয়েছিল। অভিযোগ বিরোধীরা যাতে কোণঠাসা হতে পারে সেই চেষ্টা করেছে তৃণমূলের আশ্রিত গুন্ডাবাহিনী। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে বিরোধী কর্মী সমর্থকরা, স্থানীয় পুলিশ ফাঁড়ি ঘেরাও করে শুরু করে বিক্ষোভ। তাদের দাবি, পুলিশ নির্বিকার, সব জানানো সত্বেও কোন ভূমিকা নেই পুলিশের। যতক্ষণ না পর্যন্ত পুলিশ করা ব্যবস্থা নেবে ততক্ষণ তারা পুলিশ ফাড়ি ঘেরাও করে বিক্ষোভ চালিয়ে যাবেন। যদিও পরবর্তীতে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় বিরোধী কর্মী সমর্থকরা। তবে এই ঘটনায় আতঙ্কে রাতের ঘুম উড়েছিল ওই এলাকার বসবাসকারী মানুষসহ কর্মী সমর্থকদের। আজও আতঙ্কে রয়েছে গোটা এলাকার মানুষ। অনেকেই প্রশ্ন করছেন মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক হিংসা যদি এখন থেকেই ছাড়ায় তাহলে নির্বাচনে কি হবে।
Home রাজ্য দক্ষিণ বাংলা নদীয়ার চাপড়া থানার বড় আন্দুলিয়া এলাকায় রাতভর তৃণমূলের বাইক বাহিনীর তাণ্ডব।