নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—- শাসক দল বিগত ১০ বছরে পঞ্চায়েতে কোন উন্নয়ন করেননি এই অভিযোগ তুলে ভোট বয়কটের পর বৃহস্পতিবার গ্রামবাসীর তরফ থেকে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করলেন বিক্ষুব্ধ তৃণমূলীরা।উল্লেখ্য,
বুধবার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার রশিদাবাদ অঞ্চলের রনিয়া বাড়ি গ্রামে রাস্তা এবং পানীয় জলের দাবিতে ভোট বয়কটের ডাক দিয়েছিলেন বিক্ষুব্ধ গ্রামবাসী এবং স্থানীয় শাসকদলের একাংশ কর্মী সমর্থকেরা।তাদের অভিযোগ ছিল বিগত ১০ বছরে শাসক দল পরিচালিত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত গ্রামের উন্নয়নের স্বার্থে কিছুই করেননি।খালি প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়ে গেছেন নেতা কর্মীরা।সেই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ওই গ্রামের বাসিন্দারা এলাকার বিক্ষুব্ধ তৃণমূলীদের নেতৃত্বে বৃহস্পতিবার পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি এমনকি জেলা পরিষদ স্তরে নির্দল হিসেবে মনোনয়নপত্র পেশ করলেন।১০ নং জেলা পরিষদ থেকে মাসুমা বিবি,রশিদাবাদ ৮ নং পঞ্চায়েত সমিতি থেকে ইমরান আলি ও মুড়াগাছি ৬৬ নং বুথ থেকে সঞ্জু দাস এদিন মনোনয়নপত্র জমা করেন বলে জানা গেছে।
Home রাজ্য উত্তর বাংলা ভোট বয়কটের পর বৃহস্পতিবার গ্রামবাসীর তরফ থেকে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা...