সিপিআইএম বর্ধমান শহর এক এবং এরিয়া ২ কমিটির পক্ষ থেকে মিছিল।

0
260

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- পঞ্চায়েত ভোটের নমিনেশন জমা দেওয়ার সময় বিভিন্ন জায়গায় সন্ত্রাসের চিত্র উঠে এসেছে। বিশেষ করে শাসক দল তৃণমূল কংগ্রেস বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দিয়েছে। তাই পঞ্চায়েত নির্বাচন যাতে সুষ্ঠুভাবে করা হয় তার জন্য সিপিআইএমের বর্ধমান শহর এক এবং এরিয়ার ২ কমিটির পক্ষ থেকে বর্ধমান শহরের কার্জন গেট চত্বর থেকে রাজবাটি পর্যন্ত এই মিছিল করা হয়। এই মিছিলে পা মিলিয়ে ছিলেন সিপিআইএমের বহু কর্মী সমর্থক। সিপিআইএমের জেলা সম্পাদক মন্ডলী সদস্য অপূর্ব চ্যাটার্জি বলেন, মূলত নমিনেশন পর্ব থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায়আমরা সন্ত্রাস দেখছি। ইতিমধ্যেই পঞ্চায়েত প্রার্থীরা আহত হয়েছে। শাসক দলের দুষ্কৃতীরা বোমা গুলি সহ নরকীয় সন্ত্রাস চালিয়েছে নমিনেশন পর্বে । তার জন্যই আজকের এই মিছিল আমাদের। যাতে পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে করা যায় তাই এই শাসক দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে সোচ্চার আমরা।