নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- স্কুল চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলে লাগানো একটি প্রাচীন গাছের মোটা ডাল। ছিড়ে পরল বৈদ্যুতিক তার, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তীব্র দাবদহে অতিষ্ঠ স্কুলের ছাত্রীসহ এলাকার বসবাসকারীরা। ঘটনাটি এদিন নদীয়ার শান্তিপুর শরৎকুমারী উচ্চ বালিকা বিদ্যালয়ের। জানা যায় ওই স্কুলে লাগানো একটি প্রাচীন গাছ বেশ কয়েক বছর ধরেই বিপদজনক অবস্থায় রয়েছে। স্কুল চলাকালীন হঠাই ওই গাছের একটি মোটা ডাল হুর মুড়িয়ে ভেঙে পড়ে। রাস্তার পাশেই ছিল বৈদ্যুতিক খুঁটি,ডালটি তারের উপরে পড়ে যাওয়ায় তারছিরে গোটা এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়, এবং স্কুলেও হয়ে যায় বিদ্যুৎ বিচ্ছিন্ন। যদিও বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ছাত্রীরা, কারণ স্কুল চলার কারণে বাইরে কোন ছাত্রী ছিল না। অন্যদিকে কয়েক ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তীব্র দাবদহে হাঁসফাঁস খাই স্থানীয়রা। পরবর্তীতে বিদ্যুৎ দপ্তরে কর্মীরা এসে কাজ শুরু করে। এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, বেশ কয়েক বছর আগেই তিনি বনদপ্তরকে জানিয়েছিলেন স্কুলে লাগানো বেশ কয়েকটি গাছ বিপদজনক অবস্থায় রয়েছে, কিন্তু কোন গুরুত্ব দেয়নি বনদপ্তর, তার কারণে গাছগুলি কাটা সম্ভব হয়নি। কারণ বনদপ্তর অনুমতি না দিলে আইনানুগ ভাবে গাছ কাটা সম্ভব নয়। এই ঘটনায় স্থানীয়রা কি জানাচ্ছেন শুনুন।
Home রাজ্য দক্ষিণ বাংলা স্কুল চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলে লাগানো একটি প্রাচীন গাছের মোটা ডাল।