কলকাতা, ১৬ জুন ২০২৩: স্বরাজ ইন্ডিয়া পার্টি এবং কৃষক সংগঠন জয় কিষাণ আন্দোলন সমর্থিত প্রার্থীরা পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর ও বাঁকুড়া জেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের ময়দানে। এছাড়াও আদিবাসী অধিকার মহাসভা সমর্থিত প্রার্থী সনদী হাঁসদা বীরভূমের মহম্মদ বাজার ব্লকে জেলাপরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন। বে-আইনি কয়লাখনি বিরোধী আন্দোলনের অগ্রভাগে আদিবাসী অধিকার মহাসভার সঙ্গে স্বরাজ ইন্ডিয়া ও জয় কিষাণ আন্দোলনও যুক্ত। অতএব, স্বরাজ ইন্ডিয়া এবং জয় কিষাণ আন্দোলন সনদী হাঁসদা কে সমর্থনে জানিয়েছে ও তাঁর হয়ে প্রচার করবে।
বাঁকুড়া ও উত্তর দিনাজপুর জেলায় যাঁরা মনোয়নন দাখিল করেছেন, সেই সকল প্রার্থীদের তালিকা নীচে দেওয়া হলো:
শ্রাবণী সরকার – বড় মানা রাধাকান্তপুর, পখন্না গ্রাম পঞ্চায়েত – বড়জোড়া ব্লক – পঞ্চায়েত সদস্য
উত্তম সরকার – ব্রাহ্মণডিহি, পল্লীশ্রী কলোনি মানাচর বড়জোড়া গ্রামপঞ্চায়েত, বড়জোড়া ব্লক – পঞ্চায়েত সদস্য
তানজিমা খাতুন – কালুভিটা গ্রাম, পখোরিয়া গ্রাম পঞ্চায়েত – গোয়ালপোখর ১ ব্লক – পঞ্চায়েত সমিতি সদস্য
তুরা মহম্মদ – চাইনপুর গ্রাম, পখোরিয়া গ্রাম পঞ্চায়েত – গোয়ালপোখর ১ ব্লক – গ্রাম পঞ্চায়েত সদস্য
শ্যামা পারভিন – কালুভিটা গ্রাম, পখোরিয়া গ্রাম পঞ্চায়েত – গোয়ালপোখর ১ ব্লক – গ্রাম পঞ্চায়েত সদস্য
দীপক কুমার সিংহ – পশ্চিম পমাল গ্রাম, খাগড় গ্রাম পঞ্চায়েত – গোয়ালপোখর ১ ব্লক – গ্রাম পঞ্চায়েত সদস্য
ইলতাব – নীলবাড়ি গ্রাম, খাগড় গ্রাম পঞ্চায়েত – গোয়ালপোখর ১ ব্লক – গ্রাম পঞ্চায়েত সদস্য
মিডিয়া সেল | স্বরাজ ইন্ডিয়া
যোগাযোগ – ৮৩৩৬ ৯৩৯৩৯৩