কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- মনোনয়ন পর্বের পরও অশান্তি অব্যাহত কোচবিহার জেলার দিনহাটায়। সাহেবগঞ্জে পরপর বোমাবাজির অভিযোগ উঠেছে। স্ক্রুটিনিপর্ব ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি প্রার্থীদের স্ক্রুটিনিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ি লক্ষ্য করে তির! তুলকালাম কাণ্ড এলাকায়। ওই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী পৌঁছেছে। দু’পক্ষকে ছত্রভঙ্গ করে পুলিশ। এদিকে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক জানান,পুলিশ সংবিধানের অবমাননা করছে। পুলিশের সামনে ফ্রম কেড়ে নেওয়া হয়েছে। আমাদের মহিলাদের শাড়ি খুলে দিয়েছে বলে অভিযোগ। আমার গাড়িতে তির মারা হয়। শুধু তাই নয় বিজেপি কর্মীদের ওপর আক্রমণ করা হচ্ছে। পুলিশ মদ খেয়ে ডিউটি করছে। আমাদের কর্মীদের উপর আক্রমণ করছে তৃণমূলের গুন্ডারা। পুলিশ মদ খেয়ে আমাদের আটক করে,গালি গালাজ করছে। আমি চাই নতুন করে স্ক্রুটিনি করার আবেদন জানাচ্ছি নির্বাচন কমিশনের কাছে। এবং ওই পুলিশে মেডিক্যাল চেকআপ করার আবেদন করছি।