বিএসএফের গুলিতে মৃত্যু মেখলিগঞ্জের রাজবংশী যুবক গৌতম বর্মনের মৃতদেহ গাড়িতে রেখে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেসের।

0
129

মনিরুল হক, কোচবিহার: বিএসএফের গুলিতে মৃত্যু মেখলিগঞ্জের রাজবংশী যুবক গৌতম বর্মনের মৃতদেহ গাড়িতে রেখে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস। এদিন তারা কোচবিহার স্টেশন মোড় চৌপথীতে অ্যাম্বুলেন্সের মৃতদেহ রেখে পথ অবরোধ করেন। সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, তৃণমূল নেতা নিরঞ্জন দত্ত, সায়নদীপ গোস্বামী সহ আরও অনেকে।

তাদের দাবি, বার বার কেন বেছে বেছে রাজবংশী যুবকদের বিএসএফ গুলি করে খুন করছে। তারা যদি চোরাচালানকারি হয় তাদের আটক করুক, আইনের দ্বারস্থ হোক, তাদের গুলি করে হত্যা করার পারমিশন কে দিয়েছে। গৌতম বর্মনের খুনী বিএসএফের শাস্তির চাই। সেই দাবিতে আজ আমরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছি।

এদিন এবিষয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, দিনহাটা, সিতাই, মেখলীগঞ্জ,শিতলকুচি সহ বিভিন্ন সীমান্ত এলাকায় বারবার বিএসএফ আমাদের স্থানীয় মানুষদের গুলি করে খুন করছে, তা কোন ভাবে চলতে পারে না। কয়েকদিন আগে দিনহাটার রাজবংশী যুবক প্রেম কুমার বর্মন বিএসএফ গুলি করে খুন করে। তার আমরা এখনও কোন বিচার পাই নি। এবার মেখলিগঞ্জের রাজবংশী যুবক গৌতম বর্মনকে গুলি করে খুন করে বিএসএফ। তাহলে সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষ তাহলে কিভাবে থাকবে। তাই এই বারবার সাধারণ রাজবংশী মানুষদের বিএসএফ খুন করছে কোচবিহারের মানুষ এটা মেনে নিতে পারছে না। তাই আমরা তৃণমূল কংগ্রেস এই ঘটনার তীব্র নিন্দা করছি।

তিনি আরও বলেন, যদি গৌতম বর্মন চোরাচালানকারী সাথে যুক্ত হয়ে থাকে, তাহলে তো দেশে আইন আছে, আদালত আছে, আটক করে তার বিচার করার জন্য পাঠাতে পারতো। নয়তো পায়ের নিচে গুলি করতে পারতো। তার জন্য তাদেরকে গুলি করে মেরে ফেলতে হবে। তাদের কে গুলিকে করে মেরে ফেলার অনুমতিকে দিয়েছে। তাই আমরা চাই যারা গৌতম বর্মনকে গুলি করে খুন করেছে তাদের অভিলম্বে শাস্তির দাবি জানাই।

প্রসঙ্গত,কয়েকদিন আগে ভোট দেওয়ার জন্য গৌতম বর্মন ভিন রাজ্য থেকে বাড়িতে আসে। তারপর গতকাল রাতে বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে মাসীর বাড়িতে যায় গৌতম বর্মন। সেখানে গৌতম শৌচকর্ম করতে গিয়েছে বলে দাবি পরিবারের। পরে তাকে রাস্তায় আটক করে বিএসএফ এবং তাকে গুলি করে মেরে ফেলে। তারপর তাকে বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে ফেলে রাখে। পাশে একটি গরু রেখে দেয় বলে অভিযোগ পরিবারের।

বিএসএফের দাবি,একদল চোরাচালানকারী গরু পাচার করছিল। সেই সময় বিএসএফ গুলি করে। সেখানে ওই যুবকের মৃত্যু হয়। সে সঙ্গে যুক্ত ছিল বলে দাবি বিএসএফের। পরিবারের দাবি, সে চোরাচালানকারী সঙ্গে যুক্ত নয়। ভোট দেওয়ার জন্য ৭ দিন আগে ভিন রাজ্য থেকে বাড়ি ফিরে এসেছে।