শ্বাশুড়ি ও জামাতার বিবাদে সরগরম মালদার মানিকচকের রাজনীতি।

0
252

নিজস্ব সংবাদদাতা, মালদা:—শ্বাশুড়ি ও জামাতার বিবাদে সরগরম মালদার মানিকচকের রাজনীতি।পঞ্চায়েত নির্বাচনে মালদা জেলা পরিষদের ২৮নং আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সম্ভাব্য প্রার্থী ছিলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের জামাতা সোমদীপ সরকার।কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা যায় এই আসনে প্রার্থী করা হয়েছে মানিকচক পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি কবিতা মন্ডলকে।এরপরই নিজের শ্বাশুড়ি সাবিত্রী মিত্রের বিরুদ্ধে সরব হলেন জামাতা সোমদীপ সরকার। তৃণমূল কংগ্রেসের জেলার সাধারণ সম্পাদক সোমদীপ সরকার বলেন দীর্ঘ ১০বছরের বেশী সময় ধরে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে সক্রিয়ভাবে রাজনীতি করছেন। এক বছর আগে থেকে মানিকচক বিধানসভার জেলা পরিষদের ২৮নং আসনে অন্তগর্ত চারটি অঞ্চলে বুথ কমিটি গঠন থেকে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মকান্ডের সাথে যুক্ত রয়েছেন।তিনিই জেলা পরিষদের ২৮নং আসনের মূল দাবীদার ছিলেন। কিন্তু শ্বাশুড়ি তথা বিধায়ক সাবিত্রী মিত্রের সাথে তার পারিবারিক বিবাদের ফলে তাঁর নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন জামাতা সোমদীপ সরকার। তিনি স্পষ্টত বলেন ষড়যন্থ্রের শিকার হলেন তিনি। জেলা পরিষদের প্রার্থী না হওয়ার ফলে বর্তমানে তাঁর অনুগামীরা যারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে গ্রাম পঞ্চায়েত থেকে মানিকচক পঞ্চায়েত সমিতিতে প্রার্থী হয়েছেন। তারা প্রার্থীপদ প্রত্যাহার করে নিতে চাইছেন। তিনি তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন।বিষয়টি নিয়ে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র কোন মন্তব্য করতে অস্বীকার করেছেন। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতিও মুখে কুলুপ এটেছেন শ্বাশুড়ি ও জামাতার গৃহযুদ্ধ নিয়ে।