দেহাটী- বলিশ্বর ২১৩ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের গ্রামে ২ প্রার্থী সুপর্ণা মাইতি ও কৃষ্ণেন্দু ধাড়া সকাল থেকে বাড়ি বাড়ি প্রচারে বেরোলেন।

0
245

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আগামী ৮ ই জুলাই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। এ নির্বাচনে শাসকদল তৃণমূল ছাড়াও বিজেপি, বামফ্রন্ট, আই এস এফ, এস ইউ সি আই, কংগ্রেস সহ একাধিক দল পঞ্চায়েত ভোটে মাঠে নেমেছে। গত কালই স্ক্রুটনীর কাজ সম্পন্ন হয়েছে। তবে হাতে যেহেতু সময় নেই ভোটের, তাই কোন দলই নির্বাচনী প্রচারে সময় নষ্ট করতে নারাজ। তাই পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের সিদ্ধা ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেহাটী- বলিশ্বর ২১৩ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের গ্রামে ২ প্রার্থী সুপর্ণা মাইতি ও কৃষ্ণেন্দু ধাড়া সকাল থেকে বাড়ি বাড়ি প্রচারে বেরোলেন।এক দিকে তৃণমূলের চলছে দেওয়াল লিখন অন্য দিকে বাড়ি বাড়ি গিয়ে সারছেন জনসংযোগ। কখনওবা দুই প্রার্থী দেওয়াল লিখতেও ব্যস্ত থাকছেন। সব মিলিয়ে তৃণমূলের দুই প্রার্থী জেতার ব্যপারে শতভাগ আশাবদী। তাদের দাবী মমতা বন্দ্যোপধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করেই এবার সিদ্ধা ২ গ্রাম পঞ্চায়েত আবারো তৃণমূলের পতাকাই উড়বে।