দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- সাতদিন ধরে বিকল ট্রান্সফরমার। বিদ্যুৎহীন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর পঞ্চায়েতের সান্তারা গ্রাম। ট্রান্সফরমার সারাই না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন উত্তেজিত গ্রামবাসীরা। আগামী বারো ঘন্টার মধ্যে ট্রান্সফরমার সারাই করতে হবে বলে দাবি বাসিন্দাদের। গ্রামবাসীদের অভিযোগ, গত সোমবার থেকে ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে ১১নম্বর চিঙ্গিশপুর পঞ্চায়েতের কালীতলা এলাকায়। পরদিনেই ঘটনা জানিয়ে বিদ্যুৎ দপ্তরে অভিযোগ করলেও বেশকয়েকদিন পর শুক্রবার নতুন ট্রান্সফরমার লাগানো হয়। অভিযোগ সেই নতুন ট্রান্সফরমারটিও বিকল। বিষয়টি জানাজানি বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করার চেষ্টা হলেও দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার তার মোবাইল সুইচ অফ করে দেন। যা নিয়েই ক্ষোভ ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে।
Grambashi
Home রাজ্য উত্তর বাংলা বিদ্যুৎহীন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর পঞ্চায়েতের সান্তারা গ্রাম।