বিরোধীদের নমিনেশন তোলার হুমকি, বাড়িতে গিয়ে তান্ডব, অভিযোগের তীর তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

0
199

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বিরোধীদের নমিনেশন তোলার হুমকি। বাড়িতে গিয়ে তান্ডব। এছাড়াও ভাঙচুরের অভিযোগ। অভিযোগের তীর তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি নদীয়ার গাংনাপুর থানা এলাকার। বিজেপি নেতৃত্বর দাবি, গতকাল পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে স্ক্রুটিনি হয়ে যাওয়ার পরে গাংনাপুর নিচু তলার দুই বিজেপি প্রার্থী সান্তনা রায় এবং কৃষ্ণা সরকারের বাড়িতে হঠাৎই হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। মনোনয়নপত্র তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়, এরপরেই দুই বিজেপি প্রার্থীর বাড়িতে ভাঙচুর চালানো হয়। অভিযোগ এই ঘটনা পুলিশকে জানানো সত্ত্বেও ২৪ ঘন্টা কেটে গেলও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। আজ দোষীদের গ্রেপ্তারের দাবিতে, গাংনাপুরে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর-পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থ সারথি চট্টোপাধ্যায়। রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সহ কয়েকশো বিজেপি কর্মী সমর্থক। যদিও বেশ কয়েক ঘন্টা ধরে চলে এই পথ অবরোধ করে বিক্ষোভ। ঘটনাস্থলে যাই গাংনা থানার পুলিশ বিক্ষোভকারীদের দাবি যতক্ষণ না পর্যন্ত দোষীদের গ্রেফতার করা হবে ততক্ষণ পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন।