সামনে পঞ্চায়েত ভোট, সান‍্যালচরে মানুষের এক মাত্র সমস‍্যা গঙ্গার ভাঙন।

0
216

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সামনে পঞ্চায়েত ভোট, সান‍্যালচরে মানুষের এক মাত্র সমস‍্যা গঙ্গার ভাঙন।কল‍্যানী বিধান সভা ও কল‍্যানী ব্লকের চাঁদুড়িয়া দুই নম্বর জিপির সান‍্যালচর গ্রাম।গত পঞ্চায়েতের পাঁচটি অঞ্চল নিয়ে ছিল চাঁদুড়িয়া দুই নম্বর জিপি। এবার ভাগ হয়ে ছয়টি অঞ্চল হয়েছে। তিন টি মহিলা ও তিনটি পুরুষ।ভোটারের সংখ‍্যা মেরে কেটে প্রায় ছয় হাজার। মালোপাড়ার একটি প্রাইমারি স্কুল গঙ্গার বক্ষে বহুদিন আগেই চল গেছে।বাকি আছে হাইস্কুল অর্থাৎ অটল বিহারী বিদ‍্যাপীঠ।তাও গঙ্গার বক্ষে চলে যাবার দিন গুনছে।ভোট আসে আবার চলেও যায় কিন্তু সান‍্যালচরের বাসিন্দাদের কোন সুরাহা হয় না।আজ পযর্ন্ত ফেরী ঘাট তো দূরের কথা গঙ্গার স্নান করার ঘাট আজ পযর্ন্ত হয়নি।প্রতি বছর গঙ্গা যে হারে ভাঙছে আগামী দিনে সান‍্যালচর গ্রামের অস্তিত্ব থাকবে না।