অপহরণের আতঙ্কে এদিন গঙ্গারামপুর ছেড়ে বালুরঘাটে জেলা বিজেপি কার্যালয়ে আশ্রয় নিলেন চার প্রার্থী।

0
232

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- অতীতের নির্বাচনে রক্তপাত, গুলি চালানো থেকে বোমাবাজি, প্রাণহানির ঘটনাও ঘটেছে দক্ষিণ দিনাজপুরে। গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর পঞ্চায়েতের নাম শুনলেই সাধারণ মানুষের মনে ভেসে ওঠে এমন সব আতঙ্কের কথা। এবারের পঞ্চায়েত নির্বাচনেও শাসকদলের দুষ্কৃতিদের সন্ত্রাসে ঘর ছাড়া বিজেপি প্রার্থীরা। অপহরণের আতঙ্কে এদিন গঙ্গারামপুর ছেড়ে বালুরঘাটে জেলা বিজেপি কার্যালয়ে আশ্রয় নিলেন চার প্রার্থী। নমিনেশন প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পরেই এলাকায় ফিরবেন তারা। সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন আতঙ্কের কথাও।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর পঞ্চায়েতের ২৫টি আসনের মধ্যে ১৭টিতে প্রার্থী দিয়েছে বিজেপি দল। যাদের মধ্যে একজনের প্রার্থীপদ জোর করে তুলে নেওয়া হয়েছে। এদিন সেই আতঙ্কেই নন্দনপুর ৫ সংসদের সুবল চন্দ্র মন্ডল, ২ নম্বর করিয়াল সংসদের রামপ্রসাদ সরকার, ৪ নম্বর নন্দনপুর সংসদের বাসন্তী কিস্কু এবং করিয়াল ১ নম্বর সংসদের বিজেপি প্রার্থী জয়ন্তী সরকাররা বালুরঘাটে জেলা বিজেপি কার্যালয়ে আশ্রয় নিয়েছেন।
বিজেপি প্রার্থী বাসন্তী কিস্কু জানিয়েছেন, ২০১২ সাল থেকে এলাকায় ভোট দিতে পারেননি। এবারে ভোটে দাঁড়িয়েছেন কিন্তু তৃণমূলের দুষ্কৃতীরা তাদের উপর চাপ সৃষ্টি করছে। অপহরণের আতঙ্কে তারা চারজন প্রার্থী বিজেপি কার্যালয় আশ্রয় নিয়েছেন।