অবাধ পঞ্চায়েত ভোটের লক্ষ্যে এবার এরিয়া ডমিনেশন ও রুট মার্চ শুরু করলো দক্ষিন দিনাজপুর জেলা পুলিশ।

0
217

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- অবাধ পঞ্চায়েত ভোটের লক্ষ্যে এবার এরিয়া ডমিনেশন ও রুট মার্চ শুরু করলো দক্ষিন দিনাজপুর জেলা পুলিশ। র‍্যাফ ও সশস্ত্র পুলিশ বাহিনীদের নিয়ে চলে এই এরিয়া ডমিনেশন ও রুট মার্চ। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তেজনা প্রবণ এলাকা গুলিতে ধারাবাহিকভাবে নির্বাচন পর্যন্ত এই রুট মার্চ চালানো হবে। ভোটারদের মনে যাতে কোনও রকম ভীতি না থাকে তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। মনোনয়ন জমা দেওয়া শুরু হওয়ার পর থেকেই বালুরঘাটের বিভিন্ন গ্রামে গ্রামে রুট মার্ভ শুরু করে দিয়েছে বালুরঘাট থানার পুলিশ। এদিন সন্ধ্যায় গ্রাম পঞ্চায়েতের ময়ামারি এলাকায় এরিয়া ডমিনেশন ও রুট মার্চ করা হয়। নেতৃত্বে ছিলেন ডিএসপি সদর সোমনাথ ঝা, আই সি শান্তিনাথ পাজা। এদিন ভোটার-দের মনোবল বৃদ্ধি করতে প্রত্যন্ত গ্রামের মানুষদের সাথেও কথা বলেন পুলিশ আধিকারিকরা। বাসিন্দারা যাতে নির্ভয়ে পঞ্চায়েত নির্বাচনে অংশ নিতে পারে সে ব্যাপারে তাদের আশ্বাস দেন পুলিশ আধিকারিকরা।এলাকার বাসিন্দাদের মধ্যে কোনও রকম ভয় ভীতি রয়েছে কিনা সে ব্যাপারেও তাঁরা জানতে চান ডিএসপি ও অন্যান্য আধিকারীকরা। পুলিশের এই পদক্ষেপে খুশি এলাকার বাসিন্দারা।