নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভের জেরে ভেস্তে গেল প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ

0
190

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভের জেরে ভেস্তে গেল প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ। কোচবিহারের ঘটনা। এদিন কোচবিহার রবীন্দ্রভবনে ভোটকর্মীদের প্রশিক্ষণ ছিল। কিন্তু প্রশিক্ষণ শুরু হতেই প্রশাসনের কর্তাদের সামনে ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করতে থাকেন ভোটকর্মীরা। যার জেরে একসময় প্রশিক্ষণ বাতিল করতে হয়।

প্রশিক্ষণ নিতে আসা ভোটকর্মীদের দাবি, ২০১৮ সালের অভিজ্ঞতায় তাঁরা দেখেছেন, মাথায় বন্দুক ধরে ভোট করানো হয়েছে, কখনও ঘরে ভোটকর্মীদের আটকে রেখে বাইরে দেদার বোমাবাজি চলেছে। তাই তারা সবার আগে নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন। প্রশাসনের তরফে বিষয়টি ‘বিচারাধীন’ বলে উল্লেখ করার পরে ভোটকর্মীরা জানান, যবে আদালতের সুষ্পষ্ট নির্দেশ আসবে তারপরই ভোটের প্রশিক্ষণ হবে। কেন্দ্রীয় বাহিনী ছাড়া কোনও মতেই তাঁরা ভোটের কাজে যাবেন না বলেও জানিয়ে দেন তাঁরা।