নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ আগামী ৮ জুলাই রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে ইতিমধ্যেই শাসকবিরোধী উভয়পক্ষ জোর কদমে ময়দানে নেমে দলীয় প্রচার শুরু করেছেন । এরই মধ্যে শাসক দলে বড় ভাঙ্গন ধরালো বিরোধী শিবির বাঁকুড়ার
জয়পুর, কোতুলপুর পাত্রসায়ের, ইন্দাসে বিরোধীরা প্রার্থী দিতে না পারলেও সোনামুখীতে এবার ত্রিমুখী লড়াই হবে । এর মধ্যে সোনামুখী ব্লকের পিয়ারবেড়া পঞ্চায়েতের আশুদি গ্রামে ৫০ টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন এমনটাই দাবি বিজেপি নেতৃত্বের । এদিন যোগদানকারীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিলেন সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী । আশুদি গ্রামে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল সেই বৈঠকেই এই ৫০ টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন । পঞ্চায়েত নির্বাচনের আগে এই যোগদান বিজেপির পায়ের তলার মাটি কতটা মজবুত করে তার উত্তর সময় দেবে ।
সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী সাংবাদিকদের মুখোমুখী হয়ে জানান , এনারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস করতেন তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস দেখে ভোট করতে না দেওয়ার মানসিকতা দেখে তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন । বিজেপিতে তাদের প্রত্যেককেই আমরা স্বাগত জানাই ।
যদিও বিজেপির এই দাবিকে অস্বীকার করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস । এ বিষয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শুভাশিস বটব্যাল বলেন , যেখানে বিজেপি প্রার্থী দিতে পারছে না সেখানে মানুষ এত বোকা নয় এই পরিস্থিতিতে মানুষ বিজেপিতে যাবেন । বিজেপি সাজিয়ে এই যোগদান করাচ্ছে ।