আবদুল হাই,বাঁকুড়া: – রথ যাত্রার আগে বাঁকুড়ার অর্পিতা সরকার একটি ক্ষুদ্র কলাইয়ের উপর জগন্নাথ সুভদ্রা এবং বলরাম এঁকে একপ্রকার তাক লাগালেন। এই কলা এতটাই ক্ষুদ্র এবং এতটাই সূক্ষ্ম যে নিজের চোখে দেখলে বিশ্বাস করতে পারবেন না। বাঁকুড়ার কেন্দুয়াডিহির বাসিন্দা অর্পিতা সরকার একজন গৃহবধূ। খুব ছোট থেকেই মানুষের ফেলে দেওয়া উচ্ছিষ্ট প্রাণহীন বস্তুগুলি দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে এসেছেন তিনি। যেমন ফেলে দেওয়ার ডিমের খোলা দিয়ে গোলাপ, রসুনের খোসা দিয়ে দুর্গা প্রতিমা, দেশলাই দিয়ে দুর্গা প্রতিমা এবং পেরেকের ক্ষুদ্র মাথায় সূক্ষ্ম প্রতিমা নির্মাণ।
অসম্ভব ধৈর্য সম্পন্ন এই শিল্প বহুদিন ধরে চর্চা করে আসছেন অর্পিতা। কিন্তু আশ্চর্যের বিষয় কোন দিন শিল্পকলার শিক্ষাই নেননি তিনি। এর আগে কিছু কিছু জায়গায় স্বীকৃতি পেলেও, অর্পিতার সুপ্ত ইচ্ছা তার এই শিল্পকলাকে বাণিজ্যিকরণ করার। দুই সন্তানের মা অর্পিতা সময় পান না খুব একটা তাই রাত জেগে নিজের শখের চর্চা করে যান তিনি। ছোট ছোট সূক্ষ্ম জিনিস খালি চোখেই তৈরি করেন তিনি। ঠিক সেই রকমই আসন্ন রথ যাত্রার আগে একটি কলাইয়ের ওপর জগন্নাথ বলরাম এবং সুভদ্রা অঙ্কন করে নিজের দক্ষতার পরিচয় দিলেন তিনি।