রথযাত্রা উৎসব উপলক্ষে কচিকাঁচাদের ঘুড়ি বিতরণ।

0
245

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ-রাত পোহালেই রথযাত্রা উৎসব। আর এই আষাঢ় মাসে রথযাত্রা উপলক্ষে বীরভূম জেলা জুড়ে দেখা যায় ঘুড়ি ওড়ানো। যাকে কেন্দ্র করে আকাশে নানা রঙের ঘুড়ির কাটাকুটি খেলা শুরু হয়। এক-একটি পাড়ায় অথবা কোনও পাড়ার ছেলেরা একাধিক দলে ভাগ হয়ে মাঠে, ছাদে সকাল সকাল মেতে ওঠে ঘুড়ি ওড়ানোর খেলায়। তাই রথযাত্রা উৎসব উপলক্ষে প্রতিবছরের মতো এ বছরও দুবরাজপুর শহরের বিশিষ্ট সমাজসেবী তথা ব্যবসায়ী প্রশান্ত রায় কচিকাঁচাদের বিনামূল্যে ঘুড়ি বিতরণ করেন। এদিন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডের হাত ধরে ঘুড়ি বিতরণের সূচনা করেন। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর রবীন ঘোষ, সত্যানন্দ ইন্সটিটিউশনের প্রিন্সিপাল দীপক পৈতণ্ডি, বিশিষ্ট শিক্ষক রামতনু নায়ক সহ আরও অনেকে। ঘুড়ি ব্যবসায়ী প্রশান্ত রায় জানান, আমি বিগত ৯ বছর ধরে রথযাত্রা উৎসব উপলক্ষে কচিকাঁচাদের ঘুড়ি বিতরণ করে আসছি। পাশাপাশি দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে জানান, সুশান্ত রায় রথযাত্রা উপলক্ষে প্রতিবছর ঘুড়ি বিতরণ করেন। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানাই।