পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- শাসক দল তৃণমূল কংগ্রেসের দ্বারা বিভিন্ন জায়গায় নমিনেশন পর্ব জমা দিতে বাধা প্রাপ্ত হয়েছে সিপিআইএম। সেই মর্মে আজ পূর্ব বর্ধমান জেলা সিপিআইএমের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলাশাসকের কাছে ডেপুটেশন ডেপুটেশন প্রদান করা হলো। এই ডেপুটেশনের মূল বক্তব্য হলো তৃণমূলের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে অস্বাভাবিকতা, বলপূর্বক বাধা দান ও হিংসা। এই বিষয় নিয়ে জেলা সিপিআইএমের পক্ষ থেকে সৈয়দ হোসেন বলেন, আজ জেলা বামফ্রন্টের পক্ষ থেকে জেলাশাসকের কাছে আমরা ডেপুটেশন প্রদান করলাম। আমাদের মূল বক্তব্য হলো নমিনেশন পর্বের সময় অগণতান্ত্রিকভাবে শাসক দল তৃণমূল কংগ্রেস যে বিধি ভঙ্গ করেছে এবং নমিনেশন তোলার শেষ দিন পর্যন্ত জেলা জুড়ে যে হিংসা ছড়াচ্ছে সেই বিষয়ে আমরা জেলা সড়কের দৃষ্টি আকর্ষণ করেছি। প্রার্থীদের ফোন মারফত হুমকি দিয়ে নমিনেশন তোলা করানো,বাড়িঘর ভাঙচুর এবং প্রার্থীর স্বামীর উপর হামলা পরবর্তীকালে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এরই প্রতিবাদের সামগ্রিক জেলার একটা হিংসাত্মক চেহারা ফুটে উঠেছে সেই সামগ্রিক বিষয়ে আমরা জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছি।