দলের নির্দেশ মতো অবশেষে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা চন্দনা সরকার।

0
147

নিজস্ব সংবাদদাতা, মালদা:- দলের নির্দেশ মতো অবশেষে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা চন্দনা সরকার। মঙ্গলবার মালদা জেলা প্রশাসনিক ভবনে এসে দলের নির্দেশ মত মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তিনি। উল্লেখ্য মালদা জেলা পরিষদের ৪৩ নম্বর আসনের হয়ে মনোনয়নপত্র পেশ করেছিলেন বৈষ্ণব নগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা চন্দনা সরকার এবং তার স্বামী তথা তৃণমূল নেতা পরিতোষ সরকার। এই নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছিল। একই আসনে তৃণমূলের দুই প্রার্থী এই নিয়ে যথেষ্ট চাপেও ছিল জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শেষমেষ দলের নির্দেশ মতো আজ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের বিদায়িকা চন্দনা সরকার। এই বিষয়ে বিধায়িকার স্বামী পরিতোষ সরকার জানান, এর আগে আমি কখনো ভোটে দাঁড়ায়নি। আমার স্ত্রী ভোটে দাঁড়াতো। এবছর দল আমাকে টিকিট দিয়েছে।