নদিয়ার মায়াপুর ইসকন রথ যাত্রা আজ সকাল থেকে শুরু হয়েছে ভক্তদের আনাগোনা।

0
139

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ রথযাত্রা। মহা ধুমধাম করে ইসকন মায়াপুরের রথযাত্রা কেন্দ্র করে উৎসবের পরিবেশ । সকাল থেকেই ভক্ত বৃন্দের আনাগোনা । করোনা সংক্রমণের জন্য বিগত দুই বছর সেভাবে ভক্ত বৃন্দের আনাগোনা ছিল না এই বছর ইসকনের রথ কে কেন্দ্র করে ভোর থেকে ভক্তবৃন্দ ইসকন মন্দিরে আসতে শুরু করেছে। রাজাপুর জগন্নাথ মন্দির থেকে এই রথ শুরু হয়ে আসবে ইসকন মন্দিরে । পাঁচ কিলোমিটার এই রাস্তা দিয়ে রথ আসবে মাসির বাড়ি। রাজাপুর জগন্নাথ মন্দির এর পাশে রথ কে সাজিয়ে তোলা হয়েছে সুসজ্জিত ভাবে । এই খান থেকেই রথের শুভ সূচনা হবে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা কে সুসজ্জিত ভাবে সাজানো হয়েছে।। ভক্তবৃন্দরা রশি তে টান দিয়ে ৫কিলো মিটার পথ অতিক্রম করে রথ মায়াপুরের ইসকন চন্দ্রদয় মন্দিরে আসবে। আজ সকালে প্রতিদিনের মতো মঙ্গল আরতি ও পূজো পাঠ হয়েছে। ইসকন মায়াপুরে জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের আগমন ঘটবে। সাত দিন ধরে মাসির বাড়িতে চলবে নানা অনুষ্ঠান দেওয়া হবে জগন্নাথের উদ্দেশ্যে ৫৬ ভোগ সাত দিন ধরে পূজো পাঠ , নামকৃত্তন সহ নানা ধর্মীয় অনুষ্ঠান রাখা হয়েছে। বহু ভক্তের সমাগম হবে তাই সকাল থেকে পুলিশ প্রশাসন ও ইসকনের নিরাপত্তা কর্মীরা তারপর। দেশের বিভিন্ন প্রান্ত থেকেই মানুষ এই মায়াপুর ইসকন মন্দিরে রথ দেখতে ভিড় জমান । ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রমেশ দাস জানান এই বছর পুরী থেকে জগন্নাথ, বলদেব ও সুভদ্রা রথের পুরি থেকে তিনটি চাকা আনা হয়েছে। এই বছর মায়াপুর ইসকনের রথযাত্রা চব্বিশ বছরে পদার্পন করলো। সকাল থেকেই ভক্ত বৃন্দের আনাগোনা শুরু হয়েছে বিকেল ৪টে তে রথযাত্রা শুরু হবে রাজাপুর থেকে শেষ হবে ইসকন মন্দিরে । রাজবেশে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা রথে করে আসবেন। প্রায় লক্ষাধিক লোকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।