পূর্ব মেদিনীপুরের মেছেদার ইসকন মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের সূচনা করলেন শুভেন্দু অধিকারী।

0
293

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুরের মেছেদার ইসকন মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের সূচনা করলেন শুভেন্দু অধিকারী। তিনি রথ গড়ার আগে ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথের রশি টেনে সূচনা করলেন মেচেদা ইসকন মন্দিরের জগন্নাথ দেবের রথযাত্রা। প্রতি বছরই তিনি এই মন্দিরের রথযাত্রার সূচনা করেন। অসংখ্য ভক্তদের ভিড় হয় এই মন্দিরে। তিনি ভক্তদের মধ্যে ফল বাতাসা বিতরন করলেন রথের ওপর থেকে।রথ টানার আগে ইসকনের মহারাজ আনন্দময় গোবিন্দ দাস ব্রহ্মচারী শুভেন্দু অধিকারীর গলায় মালা পরিয়ে মুকুট পরিয়ে বরণ করে নেন। শুভেন্দু অধিকারী বলেন-শ্রীরাম প্রভুপাদ রথযাত্রা কে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। আমেরিকা, ফ্রান্স, জার্মান সব জায়গায় ছড়িয়ে দিয়েছে। সবাইকে বলবো গীতা পড়ুন, গীতা পড়ুন। পাশাপাশি হরিনাম সংকীর্তন ও করেন তিনি।