নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মহাসমারহে এই বছর দুর্গা পূজো উপলক্ষে প্রতিমার কাঠামো পূজো ও খুঁটি পূজো অনুষ্টিত হলো রানাঘাট সুহৃদ সংঘের দুর্গাপুজো উপলক্ষে। তাদের ৬৮তম পূজো উপলক্ষে রথের দিন তাদের এই অনুষ্ঠান
সামনে পঞ্চায়েত নির্বাচন রাজনৈতিক দলের প্রতিযোগিতা চলছে। তার পর আজ রথ যাত্রা অনুষ্ঠান। বাঙালির বারো মাসে তের পার্বণ আর বাঙালির আবেগ ও শ্রেষ্ট উৎসব কে কেন্দ্র করে তাই আজ রথ যাত্রার দিন থেকে সাজসাজ রব। দুর্গাপুজো মনে আলাদা অনুভূতি তাই এখন থেকে দিন গোনা শুরু । রং বর্ন, জাতি ভুলে সব জাতির মানুষ এক হয়ে দুর্গাপূজা আনদে মাতেন। মঙ্গলবার রানাঘাট সিদ্ধেশ্বরী তলায় সুহৃদ সংঘের দুর্গাপুজো কমিটি রথের পূন্য তিথিতে দুর্গা পুজোর কাঠামো ও খুঁটি পূজো করলেন। এই প্রসঙ্গে কি জানালেন
Home রাজ্য দক্ষিণ বাংলা প্রতিমার কাঠামো পূজো ও খুঁটি পূজো অনুষ্টিত হলো রানাঘাট সুহৃদ সংঘের দুর্গাপুজো...