পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রাচীন মন্দিরের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার পশ্চিম খাড় গ্রামে,জানা গিয়েছে পশ্চিম খাড় গ্রামে শীতলা মায়ের মন্দিরে রাতের অন্ধকারে এই ঘটনাটি ঘটে। সারা বছর প্রণামি বাক্সে ভক্তদের দান করা অর্থ চুরি করে দুষ্কৃতীরা। এই প্রথম এই মন্দিরে চুরির ঘটনা ঘটল বলেও দাবি স্থানীয়দের৷ সকালেই খবর দেওয়া হয় পটাশপুর থানায়৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মন্দিরের গ্রিল খোলা অবস্থায় দেখতে পান স্থানীয়রা৷ এরপর তাঁরা খবর দেন মন্দিরের সেবাইতকে। মন্দিরের সেবাইত এসে দেখেন গ্রিলের তালা ভাঙা৷ এমনকী, প্রণামীর বাক্সের তিনটি তালাও ভাঙা অবস্থায় রয়েছে এবং সেখানে থাকা টাকা পয়সা কিছুই নেই।
Home রাজ্য দক্ষিণ বাংলা প্রাচীনতম মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য পটাশপুরের পশ্চিমখাড় গ্রামে।