পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- বর্ধমান শহরের বাদামতলা এলাকা থেকে উদ্ধার করা হয় এক নাবালিকাকে। জানা যায় যে, বাড়িতে তার বাবা-মা বকাবকি করাতে সে বাড়ি ছেড়ে বর্ধমান শহরে চলে আসে। নাবালিকা টির বাড়ি বীরভূম জেলায়। তারপর বর্ধমান শহরের বাদামতলা এলাকায় এক শিক্ষিকা এই নাবালিকা মেয়েটিকে ইতস্তত ভাবে ঘুরতে দেখে। তার সন্দেহ হয় সে তার সাথে কথা বলে এবং সেই শিক্ষিকা খবর দেন চাইল্ড লাইন কর্তৃপক্ষকে। তারা তাকে বর্ধমান সদর থানায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন সেই নাবালিকাকে। সেই শিক্ষিকা তাকে বর্ধমান সদর থানায় নিয়ে আসেন এবং বর্ধমান সদর থানার পক্ষ থেকে ফোন করা হয় চাইল্ড লাইন কর্তৃপক্ষকে। পূর্ব বর্ধমান জেলা চাইল্ড লাইনের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর অভিজিৎ চৌবে জানান, এক স্কুল শিক্ষিকা এই মেয়েটিকে রাস্তার মধ্যে ইতস্ততভাবে ঘুরতে দেখেন। তারপর সেই শিক্ষিকা নাবালিকার সঙ্গে কথা বলে এবং আমাদেরকে ফোন মারফত জানায়। আমরা বলি বর্ধমান সদর থানায় নিয়ে যেতে। তারপর বর্ধমান সদর থানা থেকে আমাদেরকে ফোন করা হয়। আমরা এসে উপস্থিত হওয়ার পর সমস্ত রকম অফিশিয়াল আমাদের যে প্রোটোকল আছে সেই কাজকর্ম করার পর এখন আমরা সেই নাবালিকা মেয়েটিকে মেডিকেল করানোর পর তাকে সরকারি হোমে পাঠাবো। পরবর্তীকালে ম্যাজিস্ট্রেটদের রায় দেবেন সেই অনুযায়ী সমস্ত রকম ব্যবস্থা করা হবে।