দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- আজ পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। কিন্তু শেষ দিনেই বাজিমাত তৃণমূল কংগ্রেসের। বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের পদুমা পঞ্চায়েতের ১৭ নম্বর পঞ্চায়েত সমিতির আসনে বিজেপি প্রার্থী লক্ষ্মী মুর্মু বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়ে আজই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এ যেন উলট পুরাণ। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন দুবরাজপুর তৃণমূল কংগ্রেসের কোর কমিটির যুগ্ম আহ্বায়ক রফিউল খান, স্বপন মণ্ডল ও পদুমা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুন গড়াই। জানা যায়, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির ১৭ নম্বর আসনে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন লক্ষ্মী মুর্মু। তিনি তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখে আজ তৃণমূলে যোগদান করেন। তাঁর ছেলে কার্তিক মুর্মু বহু বছর ধরে তৃণমূল কংগ্রেসে রয়েছেন। তবে তাঁর মাকে ভুল বুঝিয়ে বিজেপি প্রার্থী করেছিল বলে জানান তাঁর ছেলে। উল্লেখ্য, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির ১৭ নম্বর আসনে তৃণমূল কংগ্রেসের রোজমেরী কিস্কু, সিপিআইএম-এর লক্ষ্মী মার্ডি এবং বিজেপির লক্ষ্মী মুর্মু দাঁড়িয়েছিলেন। কিন্তু আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তৃণমূল কংগ্রেসের রোজমেরী কিস্কু স্ক্রুটিনিতে বাদ পড়ে যান। ফলে লড়াইটা ছিল সিপিআইএম ও বিজেপির। কিন্তু আজ সিপিআইএম প্রার্থীও মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হোন বিজেপি প্রার্থী লক্ষ্মী মুর্মু। শেষমেশ তিনি আজ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।