নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- –শাসকদল নয় এবার সিপিআইএম এর বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগ তুলে বিক্ষোভে নামলেন সিপিআইএম এর একাংশরা। অভিযোগ,
দলের যোগ্য প্রার্থীকে বঞ্চিত রেখে অযোগ্য প্রার্থীকে দেওয়া হয়েছে টিকিট।ওই অযোগ্য প্রার্থীর হয়ে দলের কেউ ভোট চাইতে আসলে তাকে গাছে বেঁধে জুতোপেটা করার নিদান গ্রামবাসীর।আজ মঙ্গলবার সকালে ৯ টা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিধুয়া-ডাঙ্গিলা মোড়ে বিক্ষোভ দেখালেন সিপিআইএম এর একাংশ সমর্থকেরা।রাস্তার টায়ার জ্বালিয়ে ও সিপিআইএম এর দুই হাইকমান্ড আব্দুল মান্নান ও জামিল ফিরদোস এর ছবিতে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন দলের কর্মী ও সমর্থকেরা।বিক্ষোভকারীরা জানান,দলের হাইকমান্ডদের নির্দেশে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ৯ নং পঞ্চায়েত সমিতির জোট প্রার্থী সিপিআইএম এর পক্ষ থেকে ব্লকে মনোনয়নপত্র জমা করেছিলেন সুরভি খাতুন।এমনকি ভোট প্রচারে নেমেও পড়েছিলেন তিনি।এর পরেই দল সিদ্ধান্ত বদলে ফেলে।তাকে আর টিকিট দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন রশিদাবাদ অঞ্চলের সিপিআইএম এর কনভেনার আব্দুল মান্নান।তবে কি কারনে টিকিট দেওয়া হবে না তা তিনি স্পষ্ট করে বলেননি বলে অভিযোগ।প্রতিবাদীদের একটাই দাবি,কেন যোগ্য প্রার্থী সুরভি খাতুনকে টিকিট না দিয়ে অযোগ্য প্রার্থী নুঝতবাণু কে টিকিট দেওয়া হল।এতে স্পষ্ট বোঝা যাচ্ছে মোটা অঙ্কের আর্থিক লেনদেন হয়েছে।
বিক্ষোভকারী সামিউল আলি জানান,দলের হাইকমান্ডরা বুথে বসে সকলের সামনে টিকিট দেওয়া কথা দিয়েছিলেন।তাদের কথামত ১৫ জুন ব্লকে মনোনয়নপত্র জমা করেছিলেন জোট প্রার্থী সুরভি খাতুন।এরপর দল সিম্বল দিতে চাইছেন না।এর পরিবর্তে একজন অযোগ্য প্রার্থীকে সিম্বল দিয়েছে।লক্ষ লক্ষ টাকার বিনিময়ে টিকিট বিক্রি করা হয়েছে। শাসকদলের সঙ্গে হাত মিলিয়ে সিপিআইএম এই ধরনের কাজ করছে।তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন ওই অযোগ্য প্রার্থীকে ভোট দিবেন না।ভোট বয়কট করবেন বলে হুঁশিয়ারি দেন।
বিক্ষোভকারী জাহেরুল ইসলাম জানান,সুরভি খাতুনকে টিকিট না দিলে তারা ভোট বয়কট করবেন।রশিদাবাদ অঞ্চলের সিপিআইএম এর কনভেনার আব্দুল মান্নান জানান,যারা বিক্ষোভ দেখিয়েছেন তারা দলের কেউ না।টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগ একেবারে ভিত্তিহীন।যে প্রার্থীকে টিকিট দেওয়ার দাবিতে তারা বিক্ষোভ দেখিয়েছেন সেই সুরভি খাতুনের বাড়ি মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।তাই দলের সিদ্ধান্তে তাকে টিকিট দেওয়া হয়নি। ভোট মুহূর্তে দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য শাসকদলের সঙ্গে হাত মিলিয়ে তারা এই ধরনের বিক্ষোভ দেখিয়েছে।
সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদোস জানান,যারা বিক্ষোভ দেখিয়েছেন তারা দলের কেউ না,দল তাদেরকে চিনেন না।
তারা শাসকদলের হয়ে কাজ করছে।এই মুহূর্তে দলের বদনাম করার জন্য বিক্ষোভ দেখিয়েছেন তারা।