দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তবে তার আগেই রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়ে পঞ্চায়েত দখল করছে। এবার বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের পদুমা পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দিতায় পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস। যদিও বা দুবরাজপুর ব্লকের লোবা ও যশপুর পঞ্চায়েত আগেই দখল করেছে তৃণমূল কংগ্রেস। দুবরাজপুর ব্লকের ১০ টি পঞ্চায়েতের মধ্যে ৩টি পঞ্চায়েত এখন তৃণমূলের ঝুলিতে। জানা যায়, পদুমা পঞ্চায়েতে ১৯টি আসনের মধ্যে ৮ টি আসনে বিজেপি, ১৪ টি আসনে সিপিআইএম এবং ২ টি আসনে নির্দল প্রার্থীরা মনোনয়ন দাখিল করেন। কিন্তু আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে প্রত্যেকেই তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। তবে শুধু ২ জন নির্দল প্রার্থী সময়মতো বিডিও অফিসে পৌঁছাতে পারেনি বলে পদুমা পঞ্চায়েতের প্রার্থীরা ১৭ টি আসনে বিনা প্রতিদ্বন্দিতায় জয়লাভ করেন। বাকী দুটি নির্দল প্রার্থীর আসনে ভোট হবে। তবে পদুমা পঞ্চায়েত এখন তৃণমূলের দখলে। তাই আজ পদুমা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীরা আবীর খেলায় মেতে ওঠেন এবং দলের পক্ষ থেকে সকলকে মিষ্টি মুখ করানো হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লক তৃণমূল কোর কমিটির যুগ্ম আহ্বায়ক রফিউল খান, পদুমা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুন গড়াই, অঞ্চল কমিটির সদস্য সবের মহম্মদ, বুদ্ধদেব হেমব্রম, যুব সভাপতি মহম্মদ সামিম সহ আরও অনেকে।