খড়গপুর স্টেশনকে অমৃত ভারত যোজনাতে এই নথিভূক্ত করা হয়েছে, সিকিউরিটি, সেফটি সহ নতুন করে সাজিয়ে তোলা হবে স্টেশন।

0
331

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর স্টেশন এশিয়ার মধ্যে অন্যতম স্টেশন। খড়গপুর স্টেশন কে অমৃত ভারত যোজনাতে এই নথিভূক্ত করা হয়েছে এই স্টেশন। স্টেশনের সিকিউরিটি,সেফটি সহ নতুন করে সাজিয়ে তোলা হবে স্টেশন।বুধবার খড়গপুর রেল স্টেশন পরিদর্শনের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব,তিনি আরো জানান ইলেকট্রনিক ইন্টারলোকিং এশিয়ার মধ্যে সবথেকে বড় ইন্টারলকিং মোর সিস্টেমের মধ্যে এক নম্বরে। লুকিং সিস্টেমের সঙ্গে যুক্ত টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার সহ যুক্ত সবার সঙ্গেই আলোচনা হয়েছে। আরো কিভাবে নিরাপদ ইন্টারলোকিং সিস্টেম তৈরি করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বালেশ্বর থেকে খড়গপুর স্টেশনে এসে স্টেশন পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান রেলমন্ত্রী।খড়গপুর স্টেশন পরিদর্শনের পর এখান থেকে হাওড়া যাবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।