যুযুধান দুই রাজনৈতিক দলে একে অপরের বিরুদ্ধে প্রার্থী একান্নবর্তী পরিবারের দুই জা

0
145

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ একই ছাদের নিচে বাস, একান্নবর্তী পরিবার।
স্থানীয় সূত্রে খবর, তালডাংরার হাড়মাসড়া গ্রাম পঞ্চায়েতের ৬৬ নম্বর কদমা বুথ। এই বুথে মোট ভোটার সংখ্যা ১১১৮ জন। আর এই বুথেই তৃণমূল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বড় জা পদ্মাবতী পণ্ডা। আর ছোটো জা সুপ্রিয়া পণ্ডাকে প্রার্থী করেছে বিজেপি।
একান্নবর্তী পরিবারের দুই জা ভোটের ময়দানে একে অপরের প্রতিদ্বন্দী হলেও পারিবারিক জীবনে তার বিন্দুমাত্র ছাপ পড়েনি। একসাথে রান্না-খাওয়া, সংসারের যাবতীয় কাজ সারার পাশাপাশি প্রচারে বেরোনের আগে দু’জনের শুভেচ্ছা বিনিময়ের ছবিও ধরা পড়লো আমাদের সাংবাদিকের ক্যামেরায়।

বড় জা তৃণমূল প্রার্থী পদ্মাবতী পণ্ডা বলেন, একই বাড়িতে থাকি বলে রাজনৈতিক মতাদর্শ আলাদা হবেনা সেটা হতে পারেনা। বাড়িতে সুপ্রিয়া আমার ছোটো বোন, কিন্তু ভোটের ময়দানে ও আমার প্রধান প্রতিদ্বন্দি। নিজের জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী, পাশাপাশি পরিবারের বড় বৌ হওয়ার সুবাদে বাড়ির সব কটি ভোট তিনিই পাবেন বলেই আত্মবিশ্বাসী পদ্মাবতী পন্ডা।

বিজেপি প্রার্থী সুপ্রিয়া পণ্ডা বলেন, রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও নিজেদের মধ্যে কোন বিরোধ নেই, পরিবারে দুই যা মিলে মিশেই থাকি। তবে পরিবারের সদস্যরা কে কাকে ভোট দেবেন তা তাঁদের নিজস্ব সিদ্ধান্ত। তবে বড় জাকে হারিয়ে তিনিই শেষ হাসি হাসবেন বলেই জানিয়েছেন।

পুরো বিষয়টি বেশ ভালোয় উপভোগ করছেন গ্রামের মানুষও। গ্রামবাসী অবনী পণ্ডা বলেন, দুই জা দুই দলের প্রার্থী হলেও তাদের মধ্যে কোন বিরোধ কোন দিন দেখিনি। এক ছাদের তলায় বাস, একই হাঁড়ির ভাত খান দু’জনে।

আগামী ১১ জুলাই কার মাথায় উঠবে জয়ের মুকুট সেই দিকেই তাকিয়ে গ্রামের সকলেই।