উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- দলের নির্দেশ অনুসারে নমিনেশন পথ জমা দেয় রানিং প্রধান নীলিমা বায়। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ মালগাঁও গ্রাম পঞ্চায়েতের রানিং প্রধান নীলিমা বায় কে দল নির্দেশ দিয়েছিলেন সময় মাফিক নমিনেশন সাবমিট করা জন্য যথারীতি সময়ে দলের নির্দেশ অনুযায়ী তিনি নমিনেশন সাবমিট করে ।কিন্তু সময় পেরিয়ে গেলেও তৃণমূল কংগ্রেস কথা দিয়ে কথা রাখলেন না নীলিমা বায় কে টিকিট দিলেন না সিম্বল ও দিলো না পঞ্চায়েত সমিতি থেকে। নীলিমা বায় স্বামী গানন্দন রায় জানায় আমি অঞ্চল সভাপতি ছিলেম দীর্ঘ পাঁচ বছরে ধরে তবুও আমার স্ত্রীকে টিকিট দেওয়া হল না। পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেস করতেন জন্ম লগ্ন থেকে তৃণমূল দলকে তিনি খুব ভালোবাসতেন তিনি সাংবাদিকের মুখোমুখি হয়ে জানান দল তার স্ত্রীকে কে টিকিট না দেওয়াতে তিনি কোন দুঃখ ছিল না, কিন্তু সদ্দ বিজেপি থেকে আসা প্রার্থী কে তৃণমূল কংগ্রেস টিকিট দিল।বিজেপির প্রার্থী হয়ে প্রথমে নমিনেশন জমা দেয় তারপর হঠাৎ তিনি দেখতে পায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী এই নিয়েই তিনি ক্ষোপ প্রকাশ করেন।প্রচারের মধ্যে জ্ঞানেন্দ্র নাথ রায় পদত্যাগ করেন অঞ্চল সভাপতি থেকে।