মরাডাঙ্গা রাজ্য পরিকল্পিত প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো।

0
340

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা ব্লকের ময়রারডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার মরাডাঙ্গা রাজ্য পরিকল্পিত প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে বিদ্যালয়ের শ্রেণি কক্ষের দরজা ভেঙে বিদ্যালয়ের থেকে দুটি ফ্যান এবং জল তোলার মেশিন চুরি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনার খবর ফালাকাটা থানা জানালে ফালাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম সরকার বলেন, আমরা গতকাল বিদ্যালয়ের ছুটির পর বিদ্যালয় বন্ধ করে বাড়িতে ফিরে যাই তখন সবই ঠিকঠাক ছিল, আজ সকালে বিদ্যালয়ে এসে দেখি বিদ্যালয়ের ক্লাসরুমের দরজা ভাঙ্গা, বারান্দার গ্রিল খোলা এরপর আমরা ভিতরে গিয়ে দেখি সেই শ্রেণিকক্ষের দুটি জালনা ভাঙ্গা এবং ফ্যান নেই ও তার গুলো ছিড়ে পড়ে আছে, এরপর তার পাশেই থাকা মিড ডে মিলের খাবার রুম এবং স্টোর রুম সেখানে ছাত্র-ছাত্রীদের খাবারের জন্য জলের মেশিন বসানো ছিল সেই মেশিনও চুরি করে নিয়ে গেছে, এরপর আমরা ফালাকাটা বিডিও অফিস, ফালাকাটা এস আই অফ স্কুল এবং ফালাকাটা থানায় বিষয়টি জানিয়েছি।ফালাকাটা থানা সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।