আবদুল হাই, বাঁকুড়াঃ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আয়োজিত সর্বভারতীয় আর্থিক সাক্ষরতা বিষয়ক কুইজ প্রতিযোগিতায় জেলাস্তরে বাঁকুড়া জেলা থেকে চ্যাম্পিয়ন হলো সোনামুখী বিন্দুবাসিনী জুবিলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র অর্ক ঘর ও অরিন্দম রায়।ব্লকস্তরে প্রথম হওয়া প্রতিটি স্কুল নিয়ে বৃহস্পতিবার বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ে মোট ২২ টি স্কুলের মধ্যে জেলাস্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন
আর.বি. আই এর প্রতিনিধি,জেলা সমগ্র শিক্ষা মিশনের আধিকারিক,বঙ্গ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তবর্গ।প্রতিযোগিতায় দ্বিতীয় হয় বহরামুড়ি উচ্চ বিদ্যালয় ও তৃতীয় ইন্দাস হাইস্কুল।জেলার প্রথম সোনামুখী বি.জে হাইস্কুল। পরবর্তী প্রতিযোগিতা হবে রাজ্যস্তরে। সোনামুখী বি জে হাইস্কুলের স্কুলের ছাত্র-ছাত্রীরা,শিক্ষক, শিক্ষিকা,শিক্ষাকর্মীগণ স্বভাবতই উচ্ছসিত। এদিন অর্ক ও অরিন্দম জানায়,রাজ্যেও জেতার জন্য তারা নিরলস পরিশ্রম করবে।
Home রাজ্য দক্ষিণ বাংলা সর্বভারতীয় আর্থিক সাক্ষরতা বিষয়ক কুইজ প্রতিযোগিতায় জেলাস্তরে চ্যাম্পিয়ায়ন, সোনামুখী বি জে হাইস্কুল।