দলবদল এবার অভিনব যুক্তি রাস্তায় বেরোলে সবাই চোর বলছে, তাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ।

0
100

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  দলবদল এবার অভিনব যুক্তি রাস্তায় বেরোলে সবাই চোর বলছে, তাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ।
নবদ্বীপে বিজেপিতে যোগ দিয়ে বললেন নবদ্বীপ ব্লকের মাঝদিয়া পাণশিলা এলাকার তৃণমূল নেতা।
হাতেগোনা মাত্র ক দিন তার পরই রাজ্যে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন ২০২৩। নির্বাচনকে ঘিরে প্রচার সহ নির্বাচনি রনকৌশল নিয়ে জোরকদমে মাঠে নেমে পরেছে শাসক – বিরোধী সব রাজনৈতিক দল।এর মধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক নেতাদের দল বদলের পালা।বৃহস্পতিবার নবদ্বীপ ব্লকের মাঝদিয়া পাণশিলা এলাকার বুথ স্তরের তৃণমূল নেতা, সুকদেব পাল বলেন রাস্তায় বেরোলে সাধারণ মানুষ চোর বলতে শুরু করেছে, শুধু আমাকে নয় পরিবারের সদস্যদেরও শুনতে হচ্ছে এই অপবাদ, সে কারনে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলাম। বৃহস্পতিবার সুকদেব পালের সাথে আরও তিরিশ টি পরিবার তৃণমূল ছেড়ে যোগ দেয় বিজেপিতে। কানাই নগর এলাকায় নবদ্বীপ ব্লকের ZP 26 এর সভাপতি মধুসূদন সেন এর হাত থেকে দলিয় পতাকা তুলে নেয় তৃণমূল ত্যাগিরা। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়া উত্তরের জেলা কমিটির বিভিন্ন নেতৃত্ব সহ মন্ডল ও ব্লকের বিভিন্ন নেতৃত্ব।
এই প্রসঙ্গে মন্ডল সভাপতি মধুসূদন সেন বলেন যারা সৎ, মানুষের জন্য ভাবে তারা কেউ চোরের দলে থাকতে পারবে না, তাই এদিন সুকদেব পাল সহ তিরিশ টি পরিবার যোগ দিল বিজেপিতে।
এলাকায় আমাদের সংগঠন আরও বেশি শক্তিশালি হবে।
পাশাপাশি তিনি বলেন পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি ও জেলাপরিষদ সবেতেই বিজেপি জয় লাভ করবে।