রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ তুলে সরব গ্রামবাসীরা কটাক্ষ বিজেপির ।

0
125

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ ভোট আসে ভোট যায় কিন্তু এলাকার সমস্যার সমাধান হয় না । আবার কোথাও সমস্যার সমাধান হলেও সেখানে বাসা বাঁধে দুর্নীতি ও স্বজন-পোষণ । এবার সেরকমই এক ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় । এ ছবি বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের পাঁচাল গ্রাম পঞ্চায়েতের খাঁগ গ্রামের ।

গ্রামবাসীদের অভিযোগ , দীর্ঘদিন ধরে গ্রামে প্রায় দুই কিলোমিটার রাস্তা যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত একটু বৃষ্টি হলেই সেই গর্ত বৃষ্টির জলে পরিপূর্ণ হয়ে যায় যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষদের । দিনের পর দিন বাড়ছিল দুর্ঘটনার পরিমান । বারবার প্রশাসনকে জানানোর পর অবশেষে জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় গ্রামে নতুন পিচ রাস্তা তৈরির কাজ শুরু হয় । প্রায় ৪০০ মিটার নতুন পিচ রাস্তা তৈরি করা হয়েছে আর সেখানেই দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন গ্রামের সাধারণ মানুষরা । তাদের দাবি , রাস্তা তৈরীর কয়েক দিনের মধ্যেই পিচ উঠে যাচ্ছে কোথাও আবার রাস্তা বসে গিয়েছে আমাদের ক্যামেরার সামনে হাতে করে সেই পিচ তুলে দেখালেন গ্রামবাসীরা । আর এই ছবি বলে দিচ্ছে তবে কি সত্যিই রাস্তা তৈরিতে দুর্নীতি হয়েছে ।

গ্রামবাসীদের দাবি রাস্তা তৈরীর দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার ও সুপারভাইজারের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন । তারা বলেন , এই রাস্তা তৈরিতে দুর্নীতি হয়েছে সে কারণেই এই সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের দ্রুত এই সমস্যার সমাধান করা হোক । তাদের আরো অভিযোগ বারবার এ বিষয়ে ইঞ্জিনিয়ারকে জানানো হলেও তিনি এই সমস্যা সমাধানের সদর্থক ভূমিকা গ্রহণ করেননি ।
তবে এসবের মধ্যে আশ্চর্যের কিছুই দেখছেন না বিজেপি বিষ্ণুপুর সংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি স্বরুপ ঘোষ বলেন , দুর্নীতি না করলে কালীঘাটে তার অংশ কিভাবে পৌঁছাবে এটাই তৃণমূলের রীতি নীতি তৃণমূল যেখানে সেখানে সেখানেই দুর্নীতি ।

তবে এ ক্ষেত্রে কোন দুর্নীতি হয়েছে তার কাছে কেউ জানায়নি এমনটাই বললেন বাঁকুড়া জেলা পরিষদের বিদায়ী সমাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু । তিনি বলেন , এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং যারা দোষী তারা শাস্তি পাবেন ।