আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে আবারো উত্তপ্ত মালদার মানিকচক।

0
129

নিজস্ব সংবাদদাতা, মালদা : আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে আবারো উত্তপ্ত মালদার মানিকচক। মনোনয়নপত্র প্রত্যাহার না করায় গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থীর স্বামীকে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ। অভিযোগ উঠেছে একই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থীর স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের মোহনা এক নম্বর কলোনি এলাকায়। জানা যায় মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের ১৩৮ নম্বর বুথের বিজেপি প্রার্থী হয়েছেন সামিনা খাতুন। বিজেপি প্রার্থীর স্বামী রেজাউল হকের অভিযোগ, মনোনয়নপত্র জমা করার পর থেকেই তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হত। শুক্রবার রাত্রে তাকে ফোন করে ডাকে একই বুথের তৃণমূল প্রার্থী সালমা সুলতানের স্বামী তথা তৃণমূল নেতা এমডি আনুয়ার আলী বলে অভিযোগ। এরপর এমডি আনুয়ার আলী সহ ৬ থেকে ৭ জন তাকে বেধড়ক মারধর করে। তাকে প্রাণে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ। কিন্তু কোনমতে সেখান থেকে পালিয়ে প্রাণ রক্ষা হয় বিজেপি প্রার্থীর স্বামী রেজাউল হকের। রাতেই বিজেপি প্রার্থীর স্বামীকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এই বিষয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শুভময় বসু জানান, এই সমস্ত মিথ্যা অভিযোগ তুলে মানিকচকে বাজার গরম করতে চাইছে বিজেপি। আসলে বিরোধীদের পায়ের তলার মাটি সরে গেছে তাই তারা ভয় পাচ্ছে। মালদা জেলায় সব থেকে শান্তিপূর্ণভাবে মনোনয়ন পর্ব মিটেছে। তাই এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।