কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- নির্দল প্রার্থী ও কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুঁটিমারী গ্রাম পঞ্চায়েতের খারিজা বালাকুড়া এলাকার ৭/২৪২ নং বুথে। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দিনহাটা থানার পুলিশ।
অভিযোগ,গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ বেশ কিছু দুষ্কৃতী এসে আমাদের নির্দল প্রার্থী ও কর্মীর ৫/৬ টি বাড়িতে ভাঙচুর করে এবং কয়েক রাউন্ড গুলি করে বলে অভিযোগ। কারণ আমার মা শাসক দলের বিরুদ্ধে নির্দল হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে আমাদের বাড়ি ভাঙচুর করেছে। এবং কয়েক রাউন্ড গুলি শূন্য চালায়। রাতেই পুলিশ এসেছে সব দেখে গেলো। আমরা এখন আতঙ্কে আছি।
এদিন এবিষয়ে নির্দল প্রার্থী ছেলে জহুরুল হক অভিযোগ করে জানান, রাত ১২ টা-১টা নাগাদ প্রায় ৩০ পঁয়ত্রিশ টা বাইক আসেন এবং আমার বাড়ি ঘর ভাঙচুর করে এবং বাড়ির সামনে বোমাবাজি করে। শূন্য গুলিও চালায়। আমি কিছু জানি না। কারণ আমি বেঙ্গলারে থাকি। ঈদের জন্য গতকাল বাড়ি এসেছি,তারপরে এই ঘটনা। আমার মা তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়েছে সেই কারণে আমাদের বাড়িতে হামলা চালান বলে আজ জানতে পারলাম। পুলিশ এসেছে সব লিখে নিয়ে গেলো। আমরা আতঙ্কে রয়েছি।